অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে কোন ধরনের দুর্বলতা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মতামত দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের একজন সামরিক বিশ্লেষক গাই এভিয়াদ। সেই সঙ্গে এই যুদ্ধে স্বাধীনতাকামী সংগঠনটির পিছু হটার কোনো লক্ষণ নেই বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গাই এভিয়াদ একজন ইসরাইলি প্রাচ্যবিদ। সেইসঙ্গে তিনি অবৈধ দেশটির হয়ে হামাসের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। পাশাপাশি তিনি ইসরাইলি সামরিক বাহিনীর ইতিহাস ও মধ্যপ্রাচ্য নিয়েও বিশ্লেষণ করেন।
শনিবার ইসরাইলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজ্জায় বর্তমান পরিস্থিতিতেও হামাস ‘সন্তুষ্ট’ ও ‘সংঘবদ্ধ’ রয়েছে।
হামাসের গাজ্জা উপত্যকার নেতা ইয়াহিয়া সিনওয়ার এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তিনি গাজ্জা উপত্যকার যে কোন স্থানে থাকতে পারেন।”
প্রসঙ্গত, গাজ্জার মাটির তলায় শত শত কিলোমিটার জুড়ে হামাসের তৈরি করা টানেল রয়েছে বলে একাধিকবার দাবি জানিয়েছে ইসরাইলি বাহিনী। তবে এমন দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়নি তারা।
গত ২৭ অক্টোবর, হামাসের কার্যক্রম পরিচালনায় সরাসরি জড়িত ও এমন ৫ টি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে বলে জানান ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। সেই সঙ্গে এই হাসপাতালগুলোর নিচে হামাসের তৈরি টানেলের সংযোগ রয়েছে বলেও দাবি করা হয়।
তবে এসব হাসপাতালের একটিও এমন কার্যক্রমের সাথে জড়িত নয় বলে উঠে আসে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের করা তদন্তে।
সূত্র: মিডল ইস্ট মনিটর