শনিবার, জুলাই ২৭, ২০২৪

`ভারতে মাদরাসা বন্ধ করার সিদ্ধান্ত মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র’

ভারতে মাদরাসা বন্ধ করার সিদ্ধান্ত মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ভারতের আসামে ৭০০ মাদরাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।

নেতৃদ্বয় বলেন, ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার পরিকল্পিতভাবে ভারত থেকে ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রত্যেক জাতিকে প্রাতিষ্ঠানিকভাবে তাদের নিজস্ব কৃষ্টি কালচার শিক্ষার সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব। মাদরাসা বন্ধ করে মুসলমানদেরকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে মাদরাসা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। ভারতের মুসলমানদের অধিকার রক্ষায় ওআইসিসহ মুসলিম দেশের সরকার প্রধানদের হস্তক্ষেপ কামনা করেন নেতৃদ্বয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img