শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমেরিকায় গণ্ডগোল, তামাশা দেখছে চীন

আমেরিকার ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর চীনের ইন্টারনেট জগতে হাস্যরসের রোল উঠেছে।

এই দাঙ্গাকে তারা গত বছরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে তুলনা করে বিশ্বনেতাদের দ্বিমুখী নীতির সমালোচনা করেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

২০১৯ সালের জুলাইয়ে হংকংয়ের আইন পরিষদ কমপ্লেক্স দখল করে বিক্ষোভ ও বুধবার ওয়াশিংটনের দাঙ্গার ছবি পাশাপাশি বসিয়ে টুইটারে পোস্ট করে গ্লোবাল টাইমস।

পত্রিকাটি বলছে, স্পিকার ন্যানসি পেলোসি বলেছিলেন যে হংকং দাঙ্গা ‘দেখার মতো দৃশ্য’। ক্যাপিটল হিলে সম্প্রতি যা ঘটেছে, সে ব্যাপারেও তিনি একই কথা বলবেন বলে আশা রাখছি।

এই বিক্ষোভকে সুন্দর দৃশ্য বলে উল্লেখ করেছেন চীনের কলামনিস্ট ইওথ লিগ। চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে তিনি এমন মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার ওয়েবোতে ‘মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা’ হ্যাশট্যাগের বন্যা বয়ে যায়।

ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় নিন্দার ঝড় ও হংকং বিক্ষোভকারীদের প্রতি বৈশ্বিক সমর্থনের তুলনা টানলে তা ২৩ কোটি বারের বেশি দেখা হয়েছে।

ওয়েবোতে একটি মন্তব্যে বলা হয়, বর্তমানে সব ইউরোপীয় নেতা দ্বিচারিতা দেখিয়েছেন। তারা ওয়াশিংটনের দাঙ্গার নিন্দা জানাচ্ছেন। আবার তারাই হংকংয়ের দাঙ্গায় সমর্থন জানিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img