হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব এবং রাজাধানীর খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (৬ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে গভীর শোক প্রকাশ করে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়।
কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের সচিব ইউসুফ ঈসা স্বাক্ষরিত ঐ প্রজ্ঞাপনে আল্লামা নুরুল ইসলাম রহ.-এর রুহের মাগফিরাত কামনা করে বলা হয়, মহান আল্লাহ তা‘আলা যেন আল্লামা নুরুল ইসলাম রহ.-এর ওপর তাঁর রহমতকে প্রশস্ত করেন।
গত সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ল্যাব-এইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আল্লামা নুরুল ইসলাম রহ.।
আল্লামা নুরুল ইসলাম রহ. দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে শুরার সদস্য, ইংল্যান্ডের জামিয়া খাতামুন্নাবিয়্যীনসহ অসংখ্য মসজিদ-মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।
তিনি পুরো জীবনে খবতে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করে গেছেন।