সদ্য প্রয়াত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম (রহ.)-এর আত্মার মাগফিরাত কামনায় পরিবারের উদ্যোগে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) বাদ জোহর আল্লামা নুরুল ইসলাম (রহ.)-এর প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসা মসজিদে দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন,বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী।
দুআ মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল কালাম, মাওলানা মহিউদ্দীন রাব্বানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদরীস নদভী, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রাশেদ বিন নুর, সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা ফয়সাল, মাওলানা মোরশেদ বিন নুর, মাওলানা খালেদ বিন নুর প্রমুখ।