রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

জাওয়াদে অব্যাহত বর্ষণ; চিন্তায় কৃষক ও জেলে পরিবার

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভারী হচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে। আর সেজন্য জেলেদের কপালে পড়েছে চিন্তার ভাজ। অসময়ে এমন বর্ষণের ফলে কৃষকরাও তাদের ফসল নিয়ে চিন্তিত। ঝড়টি বাংলাদেশে আঘাত না করলেও এর প্রভাব ঠিকই পড়ছে।

রোববার (৫ ডিসেম্বর) রাতভর বিরামহীন বর্ষণ ও সোমবার (৬ ডিসেম্বর) ভারী বর্ষণে বরগুনা উপকূলের কৃষি ও ধান ক্ষেতে জলাবদ্ধতা হওয়ায় কৃষককূল চিন্তিত হয়ে পড়েছে।

এছাড়া গভীর সমুদ্রে থাকা শত শত মাছ ধরা ট্রলার নিরাপদে না আসতে পারায় হতাশায় পড়েছে ওই জেলে পরিবারগুলো।

সমুদ্র উপকূলীয় বরগুনা, পাথরঘাটা, আমতলী, তালতলী, বামনা ও বেতাগীতে ভারী বর্ষণ ও দিনব্যাপী আকাশ মেঘাচ্ছন্ন থেকে চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে । এতে উপকূলীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কৃষককূল জানান,তাদের মাঠে এখন রোপণ করা পাকা আমন ধান। এ অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান গাছগুলো হেলে পড়ে অর্ধেক ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উপকূলীয় বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, সাগরে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়া বিরাজ করছে। শত শত মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে অবস্থান করায় নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে পারেনি। এতে দুশ্চিন্তায় রয়েছে সমুদ্রে থাকা জেলে পরিবারগুলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img