বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

চার মামলায় খালাস পেলেন রফিকুল ইসলাম মাদানী

রাজধানীর মতিঝিল, তেজগাঁও, পল্টন ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মিথ্যা মামলায় খালাস পেয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন।

রফিকুল ইসলামের আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী জানান, এসব মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ছিল। দীর্ঘদিন সাক্ষী না আসায় এবং পূর্বের দেওয়া সাক্ষ্যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় আমরা আদালতে তার খালাস চেয়ে আবেদন করলে আদালত সন্তুষ্ট হয়ে তাকে এসব মিথ্যা মামলা থেকে খালাস দেয়।

মামলা থেকে খালাস পাওয়ার পর রফিকুল ইসলাম মাদানী সাংবাদিকদের বলেন, মামলার ঘানি টানা কষ্টকর। আমার বিরুদ্ধে মোট সাতটি মামলার মধ্যে হাসিনার পতনের পর আজ চার মামলায় খালাস পেলাম। আমার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয় তার সবগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমি বিচারকের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেছেন আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সব ভূয়া। তার আদালতে চলা সবগুলো মামলা থেকে আমাকে খালাস দিয়েছেন। আমি অনেক খুশি এবং দোয়া করি এ দেশের প্রত্যেক আলেম যেন মিথ্যা সব মামলা থেকে মুক্তি পান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img