বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় ২০ হাজার ফিলিস্তিনিকে হত্যার দাবি ইসরাইলের

প্রায় এক মাস ধরে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অনবরত বোমা হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান বাহিনী।

আর এতে প্রায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের ‘ইয়েদিওথ আহরোনোথ’ নামে জনপ্রিয় দৈনিক পত্রিকার সাংবাদিক ইতামার আইচনার। এক্ষেত্রে তিনি ইসরাইলের একটি সিনিয়র নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি ব্যবহার করেছেন।

সাংবাদিক ইয়েদিওথের মতে, হামাসের তৈরি টানেল গুলোর মধ্যে শত শত লোক নিহত হয়েছে।

তিনি বলেন, “সুড়ঙ্গের ভেতরে ধ্বংসস্তূপের নিচে শত শত লোক নিহত হয়েছে। ফলে হামাসের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। হামাস যখন উপলব্ধি করতে পারবে যে তাদের ঘাড়ের উপর তরবারি পৌঁছে গেছে, তখন নিজেদের বাঁচাতে যুদ্ধবন্দীদের মুক্তির বিষয়ে একটি চুক্তির প্রস্তাব করবে।”

গত সপ্তাহে, ইসরাইলি বোমা হামলায় নিহতদের সংখ্যা প্রকাশ করে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে প্রায় ৭ হাজার নিহতের সংখ্যা উল্লেখ করা হয়। তবে এসব তথ্য এক প্রকার অস্বীকার করে বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসব তথ্যের উপর তার কোন ‘আস্থা নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

তবে নিহতদের সম্পর্কে সাংবাদিক ইতামার আইচনারের থেকে পাওয়া পরিসংখ্যানের পর কোন সংখ্যাটি গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট তা নিয়ে সমালোচনা করেছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, সম্ভবত গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানটিই মেনে নিতে স্বাচ্ছন্দ বোধ করবেন জো বাইডেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img