বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ফিলিস্তিনিদের উপর পারমাণবিক বোমা ফেলার পরামর্শ ইসরাইলি মন্ত্রীর

গাজ্জা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চলাকালীন সময়ের মধ্যেই, নিরীহ ফিলিস্তিনিদের উপর পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন ইসরাইলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই ইলিয়াহু।

রবিবার (৫ নভেম্বর) একটি রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আমিচাই বলেন, “গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরাইলের হাতে বেশ কয়েকটি বিকল্প ব্যবস্থা রয়েছে। যার মধ্যে অন্যতম হল উপত্যকায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা।”

শুধু তাই নয়, অবরুদ্ধ গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিয়েও আপত্তি তোলেন এই উগ্রবাদী মন্ত্রী।

তবে তার এমন উগ্রবাদী মন্তব্য ‘বাস্তবতার সাথে সংযুক্ত নয়’ বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

এছাড়াও অনির্দিষ্টকালের জন্য সরকারী সভা থেকে স্থগিত করা হয়েছে তাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের যেন ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চভাবে আন্তর্জাতিক আইন মেনে চলার চেষ্টা করছে ইসরাইলি সেনাবাহিনী।

বিবৃতি ও কথায় এমন দাবি করলেও গাজ্জা উপত্যকায় রীতিমতো গণহত্যা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। প্রায় ৯‌ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। যার মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img