গুপ্ত হামলায় গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেছেন দেশটির ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)-এর প্রধান ও জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)-এর সভাপতি মাওলানা ফজলুর রহমান।
তিনি ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ভারতীয় অভিনেতা শাহরুখ খান ও সালমান খানের অভিনয়ের সাথে তুলনা করেছেন।
আজ (৬ নভেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর রহমান বলেন, অভিনয়ে শাহরুখ খান ও সালমান খানকে ছাড়িয়ে গেছেন ইমরান খান।
গুলিবিদ্ধ ইমরান খানের রক্তাত্ত হওয়াকে ইউসুফ (আঃ)-এর জামাকাপড়ে ভাইদের রক্ত মাখার সঙ্গে তুলনা করেন মাওলানা ফজলুর রহমান।
ইমরান খান কেন স্থানীয় হাসপাতালে চিকিৎসা না নিয়ে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে চিকিৎসা নিলেন, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, ক্যান্সার হাসপাতালে হাড়ের চিকিৎসা নিচ্ছেন ইমরান!
মাওলানা ফজলুর রহমান বলেন, এই ব্যক্তি প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছে। দুর্ঘটনাকে পুঁজি করে জাতিকে উদ্বেগের মধ্যে ফেলেছে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
ইমরান খানের সরকার বিরোধী লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, লংমার্চ ব্যর্থ হয়েছে।
সূত্র : ডেইলি জঙ