শনিবার, অক্টোবর ১২, ২০২৪

অ্যারিজোনায় বাইডেন কি জিতেছেন?

আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার অর্থাৎ ভোটের রাতে ফক্স নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়, জো বাইডেন অ্যারিজোনার ইলেকটোরাল ভোট পাচ্ছেন।

তার ঠিক তিন ঘণ্টা পর অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে একই তথ্য জানায়। এপি ও ফক্স নিউজের তথ্য মেনে এবিসি নিউজ জানায়, অ্যারিজোনা গেছে বাইডেনের পকেটে।

অথচ অ্যারিজোনায় এখনো ভোট গণনা হচ্ছে। সেখানে এখনো ভোটের ফল ঘোষণা করা হয়নি। তাহলে অ্যারিজোনার ইলেকটোরাল ভোট কী করে বাইডেনের দিকে গেল?

জো বাইডেন যে ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, সেই সংখ্যাও ঠিক নয়। অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল ভোট বাদ দিলে বাইডেন এখন পর্যন্ত পেয়েছেন ২৫৩ ইলেকটোরাল ভোট।

অ্যারিজোনায় এখন পর্যন্ত ৯২ দশমিক ৮১ শতাংশ ভোট গণনা হয়েছে। তার মধ্যে ৪৮ দশমিক ৫৪ শতাংশ পেয়েছেন ট্রাম্প এবং ৫০.০৬ শতাংশ পেয়েছেন জো বাইডেন। বাইডেন সেখানে এগিয়ে থাকলেও জয় এখনো পাননি।

সে ক্ষেত্রে অ্যারিজোনা বাদ দিলে জেতার জন্য আরো ১৭ ইলেকটোরাল ভোট দরকার জো বাইডেনের। যদি পেনসিলভানিয়ায় বাইডেন জিতে যান, তাহলে অ্যারিজোনা ট্রাম্পের দিকে চলে গেলেও আর সমস্যা থাকবে না বাইডেনের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img