অবরুদ্ধ গাজ্জা উপত্যকার একটি মসজিদে বিমান হামলা চালিয়ে ২১ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। রবিবার ভোরে মধ্য গাজার দেইর এল বালাহ শহরের আল আকসা শহীদ মসজিদে এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় বহু সংখ্যক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা আল ওয়াফা এ বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্যদের আশ্রয়স্থল হিসেবে মসজিদটিতে হামলা চালানো হয়েছে।
যদিও আল ওয়াফা জানিয়েছে, এই মসজিদটি আল আকসা শহীদ হাসপাতালের সামনেই অবস্থিত। শুধুমাত্র বাস্তুচ্যুত শরণার্থীরাই মসজিদটিতে আশ্রয় গ্রহণ করেছিলেন।
সূত্র: দি হিন্দু