বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার শুধু দেশের জনগণ নয়, গোটা পশ্চিমাবিশ্ব পাতানো নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্ব বলছে, এখানে নিরপেক্ষ নির্বাচন করতে হবে।
তিনি বলেন, দেশের সর্বক্ষেত্রে অরাজকতা চলছে। প্রতি মাসে রিজার্ভ কমছে। গার্মেন্টস পণ্য রপ্তানি কমছে। শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছে না ব্যবসায়ীরা। মানুষ ঠিকমতো খেতে পারে না। কিন্তু অত্যাচারের ভয়ে কেউ কথা বলেন না।
আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে গণঅধিকার পরিষদ আয়োজিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের সর্বক্ষেত্রে অরাজকতা চলছে। প্রতি মাসে রিজার্ভ কমছে। গার্মেন্টস পণ্য রপ্তানি কমছে। শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছে না ব্যবসায়ীরা। মানুষ ঠিকমতো খেতে পারে না। কিন্তু অত্যাচারের ভয়ে কেউ কথা বলেন না।
বিএনপি মহাসচিব বলেন, অনেক হয়েছে এবার যাও– এমন স্লোগান তরুণদের কণ্ঠে জোরালোভাবে ফুটিয়ে তুলতে হবে।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় সভায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহীম বীরপ্রতীক, গণফোরামে নেতা সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, বিএলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।