শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

তাতার মুসলিম রুস্তমকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বানালেন জেলেনস্কি

চমমান যুদ্ধের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওলেক্সি রেজনিকোভকে সরিয়ে দিয়ে রুস্তম উমরভকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে। রুস্তম উমরভ ক্রিমিয়ান মুসলিম তাতার সম্প্রদায়ের লোক।

রুস্তম উমরভকে নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে দেশটির সংসদও।

গত রোববার (৩ সেপ্টেম্বর) রেজনিকোভকে বরখাস্ত করার ঘোষণা দেন জেলেনস্কি। এর পরের দিন নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

এরপর শুরু হয় নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের কার্যক্রম। এর অংশ হিসেবে মঙ্গলবার প্রথম ধাপে সংসদ রুস্তমকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার প্রথম ধাপ সম্পন্ন করে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) চূড়ান্তভাবে নিয়োগ পাবেন তিনি।

ক্রিমিয়ার মুসলিম তাতার সম্প্রদায়ের ৪২ বছর বয়সী রুস্তম ইউক্রেনের সংসদের একজন সাবেক আইনপ্রণেতা ছিলেন। এরপর ২০২০ সালে তাকে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়াকে পুনর্দখল করতে গঠিত টাস্কফোর্সের সদস্য বানানো হয়। এই ক্রিমিয়া ২০১৪ সালে বিনা রক্তপাতে কয়েকদিনের ব্যবধানে দখল করে নিয়েছিল রাশিয়া।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img