অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধ থামানোর জন্য জোরদার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার বলে জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল ছানি। সেই সঙ্গে ইসরাইলি হামলার ফলে উপত্যকার অবস্থা ভয়াবহ বলেও উল্লেখ করেছেন তিনি।
পোল্যান্ডের রাজধানী ওয়ারসা’তে দেশটির প্রেসিডেন্ট এন্ড্রেজ ঢুদার সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন কাতারের আমির।
তিনি বলেন, একটি যথাযথ সমাধানের মাধ্যমে যুদ্ধ শেষ করার উপায় খুঁজছে কাতার। সেই সঙ্গে গাজ্জায় থাকা ইসরাইলি জিম্মিদের মুক্ত করাও কাতারের কাছে গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, গাজ্জার অবস্থা খুব ভয়াবহ ও জটিল। এই যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।
সূত্র: মিডল ইস্ট মনিটর