গত ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জনগনের জন্য পবিত্র রমজান মাসেও মানবিক সহায়তা অব্যাহত রেখেছে সংযুক্ত আরব আমিরাত।
বুধবার (৫ এপ্রিল) আঙ্কারায় আরব আমিরাতের দূতাবাসের তত্ত্বাবধানে “ডেনিজ ফেনেরি অ্যাসোসিয়েশন”-এর কাছে প্রায় ২ হাজারেরও বেশি খাদ্য পণ্যের প্যাকেজ পৌঁছে দিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।
“ডেনিজ ফেনেরি অ্যাসোসিয়েশন”-এর প্রধান এনেস জেরেম বলেন, রমজান মাসের জন্য আসা এসব ত্রাণ সামগ্রী এ সপ্তাহে তুরস্কের সানলিউরফা, কিলিস ও আদিয়ামান প্রদেশে বিতরণ করা হবে।
সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত ৯ হাজার ৯৪০ টন ত্রাণ সহায়তা সামগ্রী নিয়ে ২৪০ টি কার্গো বিমান ও দুইটি জাহাজ তুরষ্কে পাঠিয়েছে। ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরেই আরব আমিরাতের একটি মেডিকেল টিম তুরস্কে পৌঁছায়।
এছাড়াও দেশটির পক্ষ থেকে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে । যেখানে পরীক্ষাগার ও একটি এক্সরে বিভাগ স্থাপন করা হয়। হাসপাতালটিতে চিকিৎসার জন্য, শিশুরোগ বিশেষজ্ঞ, সার্জন, এরেসথেসিওলজিস্ট ও আর্থপেডিকসহ বিভিন্ন বিষয়ে দক্ষ ২০ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্ত ভূমিকম্পে তুরস্ককে পুনরুদ্ধারের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার নগদ সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য; ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সূত্র: ডেইলি সাবাহ