শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

টিকা নিয়েও করোনায় আক্রান্ত আ. লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার

টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকেলে এমপি অসীম কুমার উকিলের স্ত্রী বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

অপু উকিল বলেন, এমপি অসীম কুমার উকিলের করোনামুক্তির জন্য সকলের আশীর্বাদ চাই।

করোনা রিপোর্ট পজিটিভ আসায় বর্তমানে অসীম কুমার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

এর আগে করোনার টিকা প্রদান কার্যক্রমের শুরুর দিন গত ৭ ফেব্রুয়ারি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে টিকা নিয়েছিলেন অসীম কুমার উকিল।

টিকা গ্রহণের দুই মাস না পেরুতেই করোনার সংক্রমণে তিনি আক্রান্ত হন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img