শনিবার, অক্টোবর ৫, ২০২৪

ওবায়দুল কাদের আমার বিরুদ্ধে আওয়ামী দুর্নীতিবাজ প্রশাসনকে লেলিয়ে দিয়েছেন: কাদের মির্জা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের আওয়ামী-জাসদ অস্ত্রধারীদেরকে আমার পেছনে লেলিয়ে দিয়েছেন। তিনি আমার বিরুদ্ধে আওয়ামী দুর্নীতিবাজ প্রশাসনকে লেলিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উনার নিজের অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা তিনি।

কাদের মির্জা বলেন, আমি আজকে পৌরসভা আঙ্গিনায় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাঁচ হাজার ত্রাণ বিতরণ করতে গেলাম। তখন পুলিশ আমাকে বাধা দিয়ে বলল, এখানে দেওয়া যাবে না। ডিসি, এসপি সাহেবের নিষেধ আছে। ইউএনও, ওসি, এসিল্যান্ডের নিষেধ আছে। আমি বাড়াবাড়িতে লিপ্ত না হয়ে একটি স্কুলের আঙ্গিনায় গিয়ে কিছু লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করে বাকিগুলো এলাকায় এলাকায় পাঠিয়ে দিচ্ছি।

কাদের মির্জা আরও বলেন, আজকে আমার বিরুদ্ধে ওবায়দুল কাদের সাহেব কেন আজকে আওয়ামী-জাসদ অস্ত্রধারীদেরকে লেলিয়ে দিয়েছে, দেশের মানুষ জানে। আজকে আওয়ামী দুর্নীতিবাজ প্রশাসনকে লেলিয়ে দিয়েছেন কেন ওবায়দুল কাদের সাহেব এ দেশের মানুষ জানে। লেলিয়ে দিয়েছেন আমাকে নেতাকর্মী শূন্য করার জন্য। আমার মুখ বন্ধ করার জন্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img