বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আজমীর শরীফ খ্যাত বিখ্যাত সুফি মঈনুদ্দিন চিশতীর মাজারকে মন্দির দাবী করলো ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা

আজমীর শরীফ খ্যাত বিখ্যাত সুফি খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) এর মাজারকে এবার মন্দির দাবী করলো ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মহারানা প্রতাপ সেনা নামের এক উগ্র হিন্দুত্ববাদী দল মাজারটিকে মন্দির দাবী করে পদযাত্রার ঘোষণা দেয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, মহারানা প্রতাপ সেনা নামের এক উগ্র হিন্দুত্ববাদী দল দাবী করে যে, রাজস্থানের আজমীরে অবস্থিত ঐতিহাসিক দরগাহটি মূলত একটি হিন্দু মন্দির। ঐতিহাসিক কালে তাদের এক হিন্দু দেবতার জন্য এটিকে উৎসর্গ করা হয়েছিলো। পরবর্তীতে একে মুসলিম দরগাহতে রূপান্তর করা হয়।

দলটির নেতারা তাদের দাবীর স্বপক্ষে হিন্দু ধর্মগ্রন্থ, কিছু ঐতিহাসিক বর্ণনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানকে যুক্তি ও প্রমাণ স্বরূপ সামনে নিয়ে আসে। যদিও তাদের উপস্থাপনকৃত এসব ঐতিহাসিক বর্ণনা ও যুক্তিপ্রমাণ মূলধারার ঐতিহাসিকদের দ্বারা বহুকাল আগেই প্রত্যাখ্যাত হয়েছে, এরপরও তারা আগামী ৯ ফেব্রুয়ারি নিজেদের দাবীতে অনড় থেকে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মুসলিম আধ্যাত্মিক গন্তব্য হিসেবে পরিচিত এই দরগাহ অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়।

আজমীর শরীফ খ্যাত বিখ্যাত সুফি খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) এর মাজারের অভিভাবকগণ দরগাহকে উগ্র হিন্দুত্ববাদীদের মন্দিরের দাবীকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

তাদের ভাষ্যমতে, এই দরগাহ শতাব্দীর পর শতাব্দী ঐক্য ও বিশুদ্ধ আধ্যাত্মিকতার প্রতীক হয়ে এখানে দাঁড়িয়ে আছে। দরগাহ অথবা দরগাহ সংলগ্ন পরিবেশ পাল্টে ফেলার চেষ্টা ভালো ফলাফল বয়ে আনবে না। দেশের সামাজিক কাঠামোতে এর প্রভাব ও পরিণতি হবে সুদূরপ্রসারী।

অপরদিকে উগ্র হিন্দুত্ববাদীদের দরগাহ অভিমুখে পদযাত্রা ঘোষণার প্রতিক্রিয়ায় দরগাহ কর্তৃপক্ষের বিবৃতি আসায় সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দেয় রাজস্থানের স্থানীয় সরকার ও প্রশাসন। আহবান জানায় সকলকে শান্ত পরিবেশ ও সম্প্রীতি বজায় রাখার। যেকোনো ধরণের সহিংসতা এড়াতে মোতায়েন করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img