মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের পুতে রাখা বোমা বিস্ফোরণে আটজন পুলিশ সদস্য ও তাদের এক গাড়িচালক নিহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বিজাপুর জেলায় পুলিশ সদস্যরা একটি গাড়িতে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, মাওবাদীদের পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের আঘাতে পুরো গাড়িটি ধ্বংস হয়ে যায়। এতে ঘটনাস্থলেই সব আরোহীর মৃত্যু হয়।