দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গণহত্যা বন্ধের দাবীতে সাইকেল র্যালি বের করলো লন্ডনের অধিবাসীগণ।
শনিবার (৬ জানুয়ারি) সেন্ট্রাল লন্ডনে এই র্যলি অনুষ্ঠিত হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় গাজ্জায় চলমান ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা বন্ধের দাবীতে সাইকেল র্যালির আয়োজন করে লন্ডনের অধিবাসীগণ।
প্রতিবাদী সাইকেল র্যালির নাম দেওয়া হয়, রাইড ফর প্যালেস্টাইন কলিং সিজ ফায়ার।শত শত সাইক্লিস্ট এই প্রতিবাদী র্যালিতে অংশগ্রহণ করেন। এসময় সাইক্লিস্টদের অনেককে স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরাইল, শেম অন ইসরাইল, শেম অন ব্রিটেন লেখা সম্বলিত টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। এছাড়া রাইডে অংশগ্রহণকারী প্রায় সকল সাইক্লিস্টকে গাজ্জার সমর্থনে ফিলিস্তিনের পতাকাও বহন করতে দেখা যায়।
উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২২ হাজার ৪০০ এর অধিক ফিলিস্তিনি।
এছাড়া তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫৭ হাজার ৬১৪ এর অধিক ফিলিস্তিনি।
গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ও শাহাদাত বরণকারীদের মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।
সূত্র: মিডল ইস্ট মনিটর