১৯৭১ সালের সোমবার (৬ ডিসেম্বর) দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। সে উপলক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে দুই দেশ একসঙ্গে মৈত্রী দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
উৎসবের অংশ হিসেবে ভারত-বাংলাদেশ বাদেও আরও ১৮টি দেশে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করবে দুই দেশ।
রবিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লিতে বাংলাদেশ মিশন এবং ঢাকায় ভারতের মিশন আলাদাভাবে এই দিবসটি উদযাপন করবে।
দেশগুলোর মধ্যে রয়েছে— অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য।
বেশিরভাগ দেশে ৬ ডিসেম্বর এই উৎসব উদযাপন করা হবে, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে কোনও দেশে অনুষ্ঠান আয়োজনে নিয়ন্ত্রণ আরোপ করা হলে সেটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।