সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

৩৫০ কিলোমিটার দূরত্বের একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। গত সোমবার (৪ নভেম্বর) উত্তর আরব সাগরে একটি যুদ্ধজাহাজ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইলটির সফল পরীক্ষা চালানো হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান নৌ বাহিনীর প্রধান আ্যডমিরাল নাভিদ আশরাফ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাকিস্তানে সেনাবাহিনীর এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “স্থল ও সমুদ্রে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম মিসাইলটি। এছাড়া বাতাসে থাকতে মিসাইলটি তার গতি ও নিশানা পরিবর্তন করতে পারে। সেই সঙ্গে সর্বশেষ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে মিসাইলটিতে।”

ক্ষেপণাস্ত্রটি তৈরির পেছনে থাকা অস্ত্র বিজ্ঞানী ও পুরো ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তিন বাহিনীর প্রধান কর্মকর্তারা।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান নিয়মিতভাবেই বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে। এক্ষেত্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে একে অপরকে বিষয়টি জানানোর বিষয়ে সম্মতি প্রকাশ করেছে উভয়েই।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img