তুরস্কের ইস্তাম্বুলে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এছাড়া এরদোগানের অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা
শুক্রবার (৪ নভেম্বর) এই সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট এরদোগান ও স্টলটেনবার্গার এর স্ত্রী এমিন এরদোগান এবং ইনগ্রিড শুলেরুদ।
বৈঠকের পর, স্টলটেনবার্গ কৃষ্ণ সাগরের শস্য চুক্তি পুনরুদ্ধারে তুরস্কের ভূমিকার প্রশংসা করেন। তাছাড়া বৈঠকে শস্য চুক্তির সম্প্রসারন এবং সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) ন্যাটো মহাসচিব তিন দিনের সফরে তুরস্কে ইস্তাম্বুলে পৌঁছেছেন। সেখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গেও বৈঠক করেন।