রবিবার, অক্টোবর ৬, ২০২৪

হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার প্রেক্ষিতে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আবুল কালাম। এর আগে তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img