সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০ জন নিহত ও অনেকেই আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সানা। নিহতদের মধ্যে সেনাসদস্য ও কর্মকর্তাদের পাশাপাশি ৯ জন বেসামরিক মানুষও রয়েছেন।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার ওই একাডেমির মিলনায়তনে সেনাসদস্যদের সনদ প্রদান অনুষ্ঠান ছিল।
দেশটির সেনাবাহিনী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার আনুমানিক ২০ মিনিটের মধ্যে ড্রোন হামলা হয়।
কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, বিদেশি সহায়তাপুষ্ট জঙ্গি সংগঠনগুলো এই কাপুরুষোচিত হামলার জন্য দায়ী।