রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ইরানের আত্মসাৎ করা গোলা-বারুদ ইউক্রেনে পাঠালো আমেরিকা

গত বছর ইরানের থেকে জোরপূর্বক আত্মসাৎ করা ১০ লাখ রাউন্ডেরও বেশি গোলা বারুদ মার্কিন সেনাবাহিনী ইউক্রেনে পাঠিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কয়েক বছর ধরে, ইয়েমেনে ইরান সমর্থিত যোদ্ধাদের কাছে সরবরাহ করা গোলা-বারুদ আত্মসাৎ করে আসছে মার্কিন নৌ বাহিনী। সাধারণত এসব গোলাবারুদ মাছ ধরার জাহাজের মধ্যে লুকিয়ে সরবরাহ করা হয়।

মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান পরিচালনাকারী আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ৭.৬২ মিমি ক্যালিবারের প্রায় ১.১ মিলিয়ন রাউন্ড বুলেট ইউক্রেনে পাঠানো হয়েছে যা গত বছরের ডিসেম্বরে ইরানের বিপ্লবী গার্ডের কাছ থেকে আটক করা হয়।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভের আকাঙ্ক্ষা ছিল দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর। তবে এমন সময় গোলাবারুদ সরবরাহ করাটা যুদ্ধক্ষেত্রে তেমন পরিবর্তন আনতে পারবে না বলে মতামত দিয়েছেন বিশ্লেষকরা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img