পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনিত সরকারি গোপন নথিপত্র ফাঁস মামলার (সাইফার মামলা) শুনানি প্রকাশ্য আদালতে অনুষ্ঠিত হবে বলে আদেশ দিয়েছে দেশটির আদালত।
বুধবার (৪ অক্টোবর) পাকিস্তানের শীর্ষ তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) আবেদন প্রত্যাখ্যান করে এ আদেশ দেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি।
তদন্ত সংস্থাটির দাবি, এ মামলার শুনানি প্রকাশ্য আদালতে অনুষ্ঠিত হলে সংবেদনশীল তথ্য ও নথিপত্র প্রকাশ্যে চলে আসবে যা অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাবে। এ কারণ দেখিয়ে গত রবিবার, ইমরান খানের সাইফার মামলার শুনানি ক্যামেরা ট্রাইলে অনুষ্ঠিত হওয়ায় জন্য উচ্চ আদালতের কাছ একটি আবেদন জমা করে এফআইএ।
তবে এ আবেদন প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি আমির ফারুক একটি সংক্ষিপ্ত রায়ে ঘোষণা করেন, মামলার শুনানি প্রকাশ্য আদালতে অনুষ্ঠিত হবে। তবে ‘সংবেদনশীল তথ্য’ নিয়ে আলোচনার সময় তা ক্যামেরায় থাকবে।
এই মাসের শুরুতে, ইমরান খান ও মাহমুদ কুরেশির গ্রেফতার পরবর্তী জামিনের আবেদন প্রত্যাখ্যান করে ট্রায়াল কোট। জামিনের জন্য ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্ররোচনা দেওয়া হয়।
উল্লেখ্য; গত বছরের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে। তাকে পদচ্যুত করার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে একটি নথি প্রকাশ্যে আনায় তার বিরুদ্ধে সাইফার মামলা করা হয়। এ মামলায় ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও অভিযুক্ত করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর