বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

নিট রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের নিচে : জাহিদ হোসেন

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, বৈদেশিক মুদ্রার দেশে প্রবেশ এবং বাইরে যাওয়ার প্রকৃত হিসাব মেলে না। অর্থ পরিশোধের ভারসাম্য বা লেনদেনের ভারসাম্যে ঘাটতির কারণে রিজার্ভ কমছে। বিপিএম-৬ অনুযায়ী, বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের নিচে।

বুধবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন এই অর্থনীতিবিদ।

জাহিদ হোসেন বলেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতার মূলে রয়েছে বহিরাগত কারণ। এই বহিরাগত পরিমাপের প্রধান দিক হলো ডলারের দাম। ২০২১ সালে মার্কিন ডলারের বিনিময় হার ১০০ টাকার নিচে ছিল। কিন্তু, ২০২২ সালের সেপ্টেম্বরে তা ১০০ টাকার উপরে চলে যায়। এখন কিছুটা কমে গেলেও তা ১১০ টাকার উপরেই রযেছে।

জাহিদ হোসেন অভিযোগ করেন, কী পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে প্রবেশ করছে, আর কী পরিমাণ মুদ্রা বাইরে যাচ্ছে; তার হিসাব রিজার্ভের সঙ্গে মেলে না।

তিনি বলেন, সাধারণত এই হিসাব কখনো ইতিবাচক, আবার কখনো নেতিবাচক হয়। কিন্তু, সম্প্রতি বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই এই হিসাবটি নেতিবাচক দেখা যাচ্ছে। এর মানে হলো—কিছু ঘটছে যা আমাদের জানার বাইরে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img