আগামী ৪ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে “ট্রান্স-হিমালয় ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের” তৃতীয় বৈঠক। বেইজিংয়ের আমন্ত্রণে এ বৈঠকে যোগ দিচ্ছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি ও একটি প্রতিনিধি দল।
বুধবার (৪ অক্টোবর) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র মাওলানা জিয়া আহমাদ তাকাল এক টুইট বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেন।
মাওলানা জিয়া আহমাদ তাকাল বলেন, এ বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি চীনের পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন মাওলানা মুত্তাকি।
২০১৮ সালে বেইজিংয়ের উদ্যোগে পাকিস্তান, মঙ্গোলিয়া ও আফগানিস্তানকে নিয়ে প্রতিষ্ঠিত হয় এই প্ল্যাটফর্মটি। যার অন্যতম উদ্দেশ্য হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হিমালয় ফোরামের এ বৈঠকে অংশগ্রহণকারীরা অর্থনৈতিক, আঞ্চলিক ও জলবায়ু সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবে।
আফগানিস্তানের ডেপুটি তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এ সফরের বিষয় বলেন, “একটি বিশ্বস্ত পরিবেশ পুনরুদ্ধারের মাধ্যমে আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও এই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে তা সমাধান করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে যোগদান করার অন্য বিষয়টি চীনের সাথে সম্পর্কিত। ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান এই ধরনের বৈঠককে ইতিবাচক ভাবে ব্যবহার করে তার বার্তা পৌঁছে দিতে চায়।”
এ বৈঠকে পাকিস্তান থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশ থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত চীন প্রশাসনের অধীনস্থ তিব্বতের নিংচিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য; চলতি সপ্তাহে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত মস্কো ফরম্যাটের পর আঞ্চলিক বৈঠক হিসেবে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ২য় সফর এটি।
সূত্র: তোলো নিউজ