ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান গণহত্যার বিষয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবৈধ সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদাররা যদি তাদের আগ্রাসনের গতি-প্রকৃতি পরিবর্তন না করে তাহলে ইসরাইলি বন্দীদের জীবন আরো হুমকির মুখে পড়বে।
ইসরাইলে বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় হামাস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
সংগঠনটি বলেছে, গাজ্জায় আগ্রাসন বন্ধ হলে বন্দীদের নিরাপদে ফিরিয়ে দেয়া হবে এবং আগ্রাসন অব্যাহত থাকলে এই ব্যক্তিদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে।
ভিডিও বার্তায় উল্লেখ করা হয়, “নেতানিয়াহু প্রতিদিন যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিপরীতে প্রতিদিন নতুন কফিন পেতে পারে ইসরাইল।”
সূত্র : পার্সটুডে