কোটা সংস্কার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র শোক সন্তপ্ত পরিবার এর সাথে সৌজন্য সাক্ষাত করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
হেফজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার পরিবার-পরিজনকে শান্তনা দেন।
সৌজন্য সাক্ষাতের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে শোকার্ত শহীদ পরিবারকে নগদ অর্থিক হাদিয়া প্রদান করা হয়।
পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মম ও নৃশংস হত্যার স্বীকার হওয়া সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে হেফাজত মহাসচিব মহান রব্বুল আ’লামীনের দরবারে দু’আ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতী মোবারকুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দগন।