শনিবার, জুলাই ২৭, ২০২৪

আফগানিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে মসজিদের ইমামকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। খবর আনাদোলু এজেন্সি’র।

বৃহস্পতিবার (৪ জুন) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা উজির আকবর খান মসজিদকে লক্ষ্য করে জঘন্য সন্ত্রাসী হামলা চালিয়ে আফগানিস্তানের বিশিষ্ট আলেম আইয়াজ নিয়াজীকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানাই।”

বিবৃতিতে আরো বলা হয়, “উপাসনালয় গুলিকে লক্ষ্য করে হামলার কোনও যৌক্তিকতা নেই।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিবৃতিতে আফগানিস্তানে হামলায় নিহতদের উপর আল্লাহর রহমত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এর সাথে সাথে আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনাও জানানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় আফগানিস্তানের কাবুলে উজির আকবর খান মসজিদে সন্ত্রাসী হামলায় মসজিদের ইমামসহ দু’জন নিহত ও অপর তিনজন আহত হন। আইয়াজ নিয়াজি (৫৪) আফগানিস্তানের উত্তাল যুদ্ধ-জড়িত বছরগুলিতে তাঁর বুদ্ধি এবং আচরণের জন্য ব্যাপকভাবে সম্মানিত হয়েছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img