বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

চোখের সামনে চিতার আগুনে বাবার লাশ পুড়তে দেখে ঝাঁপ দিলেন মেয়ে

ভারতে করোনা ভাইরাসে মারা যাওয়া পিতা লাশ চিতার আগুনে পুড়তে দেখে আর সহ্য করতে পারেননি মৃত ব্যক্তির এক মেয়ে। শোকাচ্ছন্ন ওই মেয়ে ঝাঁপিয়ে পড়েন জ্বলন্ত চিতায়।

তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মারাত্মকভাবে পুড়ে গেছে তার শরীর।

ভারতের রাজস্থানের এ খবর দিয়েছে সরকারি বার্তা সংস্থা পিটিআই।

পুলিশ কর্মকর্তা প্রেম প্রকাশ বলেছেন, মৃত দামোদর দাস শারদার (৭৩) তিন কন্যা আছেন। কিছুদিন আগে মারা গেছেন তার স্ত্রী।

পুলিশ বলেছে, দামোদর দাসের ৩৪ বছর বয়সী ওই মেয়ে মারাত্মক পুড়ে গেছেন। এর আগে করোনা ভাইরাসে রাজস্থানের বারমার জেলায় একটি হাসপাতালে মঙ্গলবার মারা যান দামোদর দাস। তার দেহ চিতায় তোলা হয়। এ সময় তার তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে চন্দ্রা শারদা আকস্মিক চিতার ওপর ঝাঁপিয়ে পড়েন। আশপাশে যেসব মানুষ উপস্থিত ছিলেন, তারাই তাকে উদ্ধার করেন। তবে তার শরীরের শতকরা প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে। পরে তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img