বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইরানের সর্বত্র উড়বে ফিলিস্তিনী পতাকা

spot_imgspot_img

আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবসে ইরানের সব শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে বলে দেশটির একটি প্রচার সমন্বয় পরিষদের উপপ্রধান নুসরাতউল্লাহ লুতফি জানিয়েছেন।

আজ বুধবার (৫ মে) তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন শহরের স্কয়ারগুলোতে এবং ফিলিস্তিন নামের সড়কগুলোতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে।

একইসঙ্গে দখলদার ইসরাইল ও আমেরিকার পতাকা পোড়ানো হবে।

তিনি বলেন, ইরানিরা প্রতি বছর বিশ্ব কুদস দিবসের মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করে থাকে। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে গণমিছিল ও গণজমায়েত হবে না। কিন্তু এই দিবস উপলক্ষে নানা ধরণের আয়োজন থাকছে।

তিনি আরও বলেন, ইরানিরা কখনোই বায়তুল মুকাদ্দাস দখলকে মেনে নেবে না এবং সব সময় ফিলিস্তিনিদের আন্দোলন ও সংগ্রামের প্রতি সমর্থন দিয়ে যাবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img