আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবসে ইরানের সব শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে বলে দেশটির একটি প্রচার সমন্বয় পরিষদের উপপ্রধান নুসরাতউল্লাহ লুতফি জানিয়েছেন।
আজ বুধবার (৫ মে) তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন শহরের স্কয়ারগুলোতে এবং ফিলিস্তিন নামের সড়কগুলোতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে।
একইসঙ্গে দখলদার ইসরাইল ও আমেরিকার পতাকা পোড়ানো হবে।
তিনি বলেন, ইরানিরা প্রতি বছর বিশ্ব কুদস দিবসের মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করে থাকে। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে গণমিছিল ও গণজমায়েত হবে না। কিন্তু এই দিবস উপলক্ষে নানা ধরণের আয়োজন থাকছে।
তিনি আরও বলেন, ইরানিরা কখনোই বায়তুল মুকাদ্দাস দখলকে মেনে নেবে না এবং সব সময় ফিলিস্তিনিদের আন্দোলন ও সংগ্রামের প্রতি সমর্থন দিয়ে যাবে।