শনিবার, জুলাই ২৭, ২০২৪

ব্যয় কমাতে কুখ্যাত গুয়ানতানামো বের গোপন শিবির বন্ধ করেছে আমেরিকা

কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের গোপন শিবির ‘ক্যাম্প–সেভেন’ বন্ধ করে দিয়েছে আমেরিকার সেনাবাহিনী।

আমেরিকার সেনাবাহিনীর সাউথ কমান্ড রোববার একটি বিবৃতিতে বলেছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বন্দী স্থানান্তর সম্পন্ন হয়েছে। কারাগার পরিচালনার ব্যয় কমাতে এবং পরিচালনা কার্যক্রমের সক্ষমতা বাড়ায় কারাগারটি তিন ইউনিট থেকে কমিয়ে দুটি ইউনিট করা হয়েছে।

ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ খবর দিয়েছে।

ওই শিবিরের সব বন্দীকে কারাগারের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

আমেরিকার হাতে আটক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এই ক্যাম্প-সেভেনে। গোপনে পরিচালিত এই ক্যাম্পে বন্দীদের ওপর চালানো হতো নির্মম নির্যাতন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে পুরো গুয়ানতানামো বে কারাগারেই চলত অমানবিক নির্যাতন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিষয়টি ফাঁস হলে ওই সময় কারাগারটি বন্ধের জোরালো দাবি ওঠে।

ক্যাম্প–সেভেনের অবকাঠামোগত সমস্যা ছিল। পয়োনিষ্কাশনের নালার পানিতে ভরে যেত এবং বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেত।

ক্যাম্প সেভেনের অবস্থান এবং এর নির্মাণকালসহ বিভিন্ন তথ্যের বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সাংবাদিকদের কোনো দিন শিবিরটি পরিদর্শনের সুযোগ দেয়া হয়নি এবং ওই গোপন স্থানটিতে যাওয়ার জন্য আইনজীবীদের আদালতের আদেশ প্রয়োজন হতো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img