রাজশাহীতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তামান্না আখতার স্বর্ণা (২২) নামে একজন র্যাব সদস্যের স্ত্রী আত্মহত্যা করেছেন। পরে স্বর্ণাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার (৪ এপ্রিল) রাতে র্যাব-৫, রাজশাহীর সদর দফতরের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত নারীর স্বামীর নাম আশরাফুল ইসলাম। তিনি র্যাবের একজন সদস্য।
মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, রাতে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন স্বর্ণা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি বলেন, স্বর্ণার মৃত্যুর বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।