পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগ এবং দ্রুত নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন জামিয়াত উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।
তিনি বলেন, বর্তমান প্রশাসন জনগণের প্রকৃত ম্যান্ডেটের প্রতিফলন নয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সারের দেয়া এক নৈশভোজে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিন এ দাবি জানান।
মাওলানা ফজলুর রহমান বলেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচন কারচুপির শিকার হয়েছে। এটি জনগণের প্রকৃত রায় নয়।
নির্বাচন কমিশনের (ইসিপি) স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে স্বাধীন ও সার্বভৌম হয়, তবে তাদের উচিত অবিলম্বে পদত্যাগ করা, যাতে একটি নতুন কমিশন গঠন করা যায়।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আসাদ কায়সার নৈশভোজে উপস্থিত সব রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি সকল রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ।