অর্থ পাচার তদন্তের অংশ হিসেবে সাবেক ব্রিটিশমন্ত্রী ও হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালিকানাধীন লন্ডনের সাত লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাটের উৎস নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। ধারণা করা হচ্ছে, দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো রূপপুর প্রকল্পের তহবিল ব্যবহার করে ফ্ল্যাটটি কেনা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ।
তদন্তের এক আপডেটে দুদক জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছে যে টিউলিপ লন্ডনে সাত লাখ পাউন্ডের একটি বিলাসবহুল ফ্ল্যাট পেয়েছেন। এটি বাংলাদেশের ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার মূল্যের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আত্মসাৎ করা তহবিল দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দুদক জানায়, শুধু টিউলিপই নন, তার পরিবারের অন্য সদস্যরাও সম্পত্তি পেয়েছেন। এর মধ্যে ছয় লাখ ৫০ হাজার পাউন্ডের একটি ফ্ল্যাট এবং উত্তর লন্ডনে এক দশমিক ৫৮ মিলিয়ন পাউন্ডের একটি সম্পত্তি বাড়ি উল্লেখযোগ্য।
তদন্তকারীরা জানান, অবৈধ তহবিল মালয়েশিয়ার অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হয়েছিল এবং পরে সেগুলো হাসিনার ঘনিষ্ঠ মহলের সদস্যদের জন্য উচ্চমূল্যের সম্পত্তি কিনতে ব্যবহার করা হয়েছিল।
এ বিষয়ে দুদকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের গোপন তদন্তে এই অভিযোগগুলো নিশ্চিত হওয়ার পর আমরা এটির একটি প্রকাশ্য তদন্ত পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগে জড়িত। আমরা অভিযোগ পেয়েছি যে তিনি বাংলাদেশে তার পরিবারের সদস্যদের সাথে যুক্ত অর্থ পাচার এবং অবৈধ আর্থিক লেনদেনের সাথে জড়িত ছিলেন।
তিনি বলেন, অবৈধ উপায়ে অর্থায়নের সন্দেহে অফশোর ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি লেনদেনের তদন্তে তার নাম উঠে এসেছে।
রাশিয়ার সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে চার বিলিয়ন পাউন্ডের আর্থিক অনিয়মের কথা জানিয়েছে দুদক। একইসাথে তদন্তকারীরা হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও টিউলিপসহ অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়দের বিরুদ্ধে সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ করেন।
সূত্র : দ্য টেলিগ্রাফ