অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত হামলার মধ্যেই বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডাব্লিউএ)
এক এক্স বার্তায় ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, “পানিই জীবন, তবে পানিশূন্যতায় ভুগছে গাজ্জা। নিষ্ঠুর বোমা হামলার মধ্যে এখানে খুব সামান্যই বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে।”
মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা ও অবকাঠামো ধ্বংসের ফলে গাজ্জায় মানবিক সংকটের বিষয়েও সতর্ক করেছে সংস্থাটি। তাদের মতে, এমন পরিস্থিতিতে হাজার হাজার দুর্বল ব্যাক্তিদের বিভিন্ন মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ইসরায়েলি আক্রমণের ফলে গাজ্জার মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি অবরুদ্ধ ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী।
সূত্র: মিডল ইস্ট মনিটর