ব্যর্থতা আড়াল করতে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বিদেশে সংকট ছড়াতে চায় বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মিশাল।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডেপুটি প্রধান শহীদ সালেহ আল আরুরী হত্যা প্রসঙ্গে একথা বলেন তিনি।
খালেদ মিশাল বলেন, গাজ্জায় ৩ মাস ভয়াবহ আগ্রাসন চালানো সত্ত্বেও জায়োনিস্ট ইসরাইলের ঝুলিতে যুক্ত হয়েছে শুধুই হতাশা ও ব্যর্থতা। এরপরও নির্লজ্জের ন্যায় অপরাধী জায়োনিস্ট শত্রুরা গাজ্জার বেসামরিকদের হত্যা করে যাচ্ছে। দ্বিগুণ সেনা হারানোর গ্লানি ঢাকতে বিদেশে সংকট ছড়িয়ে দিতে চায়। নিজেদের শক্তিশালী জাহির করতে চায়। আগ্রাসনের পরিধি বাড়িয়ে প্রতিরোধ যোদ্ধাদের বিভ্রান্ত করতে চায়। ভুল প্রমাণ করতে চায় আঞ্চলিক হিসাবনিকাশ।
খালেদ মিশাল আরো বলেন, তারা মনে করছে শীর্ষ নেতাকে হত্যার মধ্যদিয়ে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল ভেঙ্গে দিতে সক্ষম হবে। দুর্বল করে তুলবে স্বাধীনতাকামীদের প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব। অথচ তারা জানে না এটি তাদের মহা বিভ্রম।
উল্লেখ্য, মঙ্গলবার (২ জানুয়ারি) লেবাননের বৈরুতে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক ড্রোন হামলায় হামাস ও কাসসামের শীর্ষ নেতা সালেহ আল আরুরী শাহাদাত বরণ করেন।
ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তার প্রতিষ্ঠিত অস্ত্র কারখানা ও সেনা দলের উপর ভিত্তি করে হামাসের গুরুত্বপূর্ণ সামরিক শাখা কাসসাম বিগ্রেডের বিকাশ ও উত্থান ঘটেছিলো।
এছাড়া ঐতিহাসিক গিলাদ শালিত বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়নের প্রধান কারিগরও ছিলেন বুদ্ধিমান ও দুর্ধর্ষ এই হামাস নেতা। যে বন্দী বিনিময় চুক্তির আওতায় ২০১১ সালে ফরাসি বংশোদ্ভূত ইসরাইলী সার্জেন্ট গিলাদ শালিতকে মুক্তির বিনিময়ে ১০২৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হয়েছিলো ইসরাইলকে। এটি আজীবন হামাসের অনন্যা মাইলফলক ও ইসরাইলের জন্য চির কলঙ্কের কারণ হয়ে থাকবে। কেননা আধুনিক পৃথিবীর ইতিহাসে ১জনের বিপরীতে ১০২৭ জনকে মুক্তির ঘটনা খুবই বিরল। আর সালেহ আল আরুরীর যে কৌশল অবলম্বন করে হামাস সকল বন্দীর মুক্তি নিশ্চিত করেছে তাও ছিলো খুবই বিস্ময়কর। যা সমরবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের হতভম্ব করে দিয়েছিলো।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বৈরুতের তারিক আল জাদিদা জেলার ইমাম আলী মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
সূত্র: আনাদোলু