শনিবার, জুলাই ২৭, ২০২৪

মালয়েশিয়ায় বন্যা, ২০ হাজার মানুষকে অন্যত্র স্থানান্তর

মালয়েশিয়ায় মৌসুমী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় আটকেপড়া মানুষদের অন্যত্র সরিয়ে নিচ্ছে দেশটির সরকার।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) ভোরে স্থানান্তরিত মানুষের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।

এক বিবৃতিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টির ফলে পাহাং, জোহর, কেলান্টান, তেরেংগানু, সেলেঙ্গোর ও পেরাক রাজ্যের মোট ২০ হাজার ৮৩৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বিবৃতিতে বলা হয়, মৃতের সংখ্যা বেড়ে তিনজনে এসে দাঁড়িয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, পূর্ব মালয়েশিয়ার বোর্নিও দ্বীপেও মৌসুমী বৃষ্টি হানা দিতে পারে। সাবাহ প্রদেশেও বৈরী পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

১ জানুয়ারি থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত জোহর ও পাহাং রাজ্যের সাত হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যেও বন্যায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img