ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাৎ শুরু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে পূর্ব জাভার মাউন্ট সেমেরু সংলগ্ন এলাকার বাসিন্দারা। উপদ্রুত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে তৎপর রয়েছে উদ্ধারকর্মীরাও।
শনিবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সংবাদমাধ্যম আনতারা জানিয়েছে, উপদ্রুত এলাকায় আগ্নেয়গিরির ছাইয়ের তীব্রতায় আকাশ ঢেকে গেছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
৫০ হাজার উচ্চতা পর্যন্ত ছাই মেঘের বিষয়ে বিমান সংস্থাগুলোর প্রতি সতর্কতা জারি করা হয়েছে।