শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে কিছুদিন ধরে রাজধানীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন আছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক রোড শোতে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হয়। সেটার প্রমাণ আমাদের কাছে আছে। এর ভিডিও ফুটেজ আছে। একটা রাজনৈতিক দলের মহানগর কমিটির নেত্রী রামপুরায় রাস্তায় নেমে ছাত্রছাত্রীদের উসকানি দিচ্ছেন, স্কুলের ড্রেস পরে।

মন্ত্রীর বলেন, এই আন্দোলনটা একটা বিশেষ এলাকায় সীমাবদ্ধ আছে। এটা রামপুরা এলাকাতেই শুধু হচ্ছে। ছাত্রছাত্রীরা যখন আন্দোলন শেষে লেখাপড়ায় মনোনিবেশ করছে, তখনই একটি মহল রাজনৈতিক উস্কানি দিচ্ছে।

আন্দোলনের উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আইনি ব্যবস্থা যেভাবে নেওয়া হয়, সেভাবে নেওয়া হবে। আইন প্রয়োগকারী সংস্থার বিষয়টি তো আমার হাতে নেই। তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img