শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সড়ক দূর্ঘটনা: রাজধানীতে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর কাউলা এলাকায় লরির চাপায় মাহদী হাসান লিমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। বাবার নাম মোফজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় থাকতেন তিনি। আজ শনিবার বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মুহাম্মাদ আসাদুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে ওই যুবক মোটরসাইকেল নিয়ে কাওলা পদ্মওয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img