শনিবার, জুলাই ২৭, ২০২৪

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ কোটি ছাড়িয়েছে, সুস্থ সাড়ে ৪ কোটি

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন বিশ্বের সাড়ে চার কোটির বেশি মানুষ।

তবে ইতিমধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন সাড়ে ছয় কোটির বেশি। খবর ওয়ার্ল্ডওমিটারসের।

কোভিড ১৯-এ আক্রান্ত রোগী ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ১৫ লাখ ১১ হাজার ৯২৭ জন। আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৬৪৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ২৮৪ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৮৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ।

আক্রান্তের তালিকায় তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ লাখ ২৫ হাজার মানুষ।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৯০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে এই ভাইরাস বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের বৃহস্পতিবারের তথ্যানুযায়ী, দেশে গতকাল পর্যন্ত চার লাখ ৭১ হাজার ৭৩৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ছয় হাজার ৭৪৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

মোট শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় দেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। আর সুস্থ হওয়ার হার ৮২ দশমিক ৩৩ শতাংশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img