আফগানিস্তানকে এশীয় অর্থনীতির কেন্দ্র বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার।
সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত মালদ্বীপ রাষ্ট্রদূত মুহাম্মদ ত্বহার সাথে এক বৈঠকে আফগান রাষ্ট্রদূত সর্দার মুহাম্মদ সাকিব একথা বলেন।
সর্দার মুহাম্মদ সাকিব বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রে পরিণত করতে বদ্ধপরিকর আমাদের সরকার। এজন্য অর্থনীতি কেন্দ্রিক পলিসি গ্রহণ করা হয়েছে। এর কৌশলগত পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছে যা আফগানিস্তানকে এশিয়ায় বাণিজ্যের গুরুত্বপূর্ণ ও স্পর্ষকাতর সংযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে। যা এশিয়া জুড়ে সহযোগিতামূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির এক নতুন যুগের বার্তা বহন করছে।
অপরদিকে মালদ্বীপ রাষ্ট্রদূত মুহাম্মদ ত্বহা বলেন, মুসলিম জাতি হিসেবে আফগানিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে চায় মালদ্বীপ। বিশেষত, শক্তিশালী অর্থনৈতিক ও ট্রানজিট সম্পর্ক গড়ে তুলতে চায়, যা মালদ্বীপকে আফগানিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ার অর্থনীতির বাজারের সাথে যুক্ত করবে।
তিনি আরো বলেন, আফগানিস্তানের অনন্য ভৌগোলিক অবস্থান সহজে এশিয়া জুড়ে বাণিজ্যের নতুন পথ হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।
আফগান রাষ্ট্রদূত সর্দার সাকিব এসময় মালদ্বীপ রাষ্ট্রদূতের ইতিবাচক বিশ্বাসের প্রশংসা করেন। প্রতিবেশী ও অঞ্চলের রাষ্ট্রগুলোর সাথে ইতিবাচক ও সহোযোগিতার সম্পর্ক গড়ে তুলতে ইমারাত সরকারের প্রচেষ্টা ও দৃঢ়তার কথা জানান।
সূত্র: বাখতার