বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

দিনে মাত্র দুটি রুটি খেয়ে বেঁচে আছে গাজ্জার মানুষ: জাতিসংঘের কর্মকর্তা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বহু মানুষ অনাহারে দিনাতিপাত করছে। আবার অনেকেই মাত্র দুটি রুটি খেয়ে টিকে আছে।

শনিবার (৪ নভেম্বর) ইসরাইলের হামলার মুখে অবরুদ্ধ অঞ্চলটির পানি ও খাদ্য পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে গিয়ে জাতিসংঘের কর্মকর্তা থমাস হোয়াইট এই তথ্য জানিয়েছে।

কূটনীতিকদের সঙ্গে এক ভিডিও ব্রিফিংয়ে থমাস হোয়াইট বলেন, গাজ্জার গড় বাসিন্দারা দিনে দুই টুকরো আরবি রুটির ওপর জীবন ধারণ করছেন। পানির সমস্যা এখানে ক্রমশ প্রকট হয়ে উঠছে।

সাহায্য প্রসঙ্গে একটি এলাকার চিত্র তুলে ধরেন থমাস হোয়াইট। যেখানে ফিলিস্তিন শরণার্থীদের জন্য ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস প্রায় ৮৯টি রুটির কারখানাকে সাহায্য করছে। কিন্তু এখন মানুষ হন্য হয়ে পানি খুঁজছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজ্জুাজুড়ে ভ্রমণের করেছেন তিনি। বরেন, ছিটমহলটি মৃত্যু ও ধ্বংসের সমর্থক হয়ে উঠেছে।

গত ২১ অক্টোবর গাজ্জুায় সীমিত সাহায্যের অনুমতি দেয় ইসরাইল। এর আগে দুই সপ্তাহে খাদ্য, পানি ও জ্বালানির অভাবে মানবেতর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু পরিদর্শনে দীর্ঘ সময় লাগায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বিলম্ব হয়।

সূত্র: আলজাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img