বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় অ্যাম্বুলেন্সের পর এবার স্কুলে হামলা করল ইসরাইলী বাহিনী; শহীদ ২০

গাজ্জায় অব্যহত রয়েছে দখলদার ইসরাইলী বাহিনীর বর্বরতা। গাজ্জা সিটিতে একটি অ্যাম্বুলেন্স কনভয়ে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন শহীদ হয়েছেন। এছাড়া গাজ্জায় কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়ে থাকা জাতিসংঘ-পরিচালিত একটি স্কুলে ইসরাইলের বিমান হামলায় অন্তত ২০ জন শহীদ হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) উত্তর গাজ্জায় জাতিসংঘ-পরিচালিত ওসামা বেন জাইদ স্কুলে ইসরাইলী হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও কয়েক ডজন।

ফুটেজ ও ফটোতে দেখা গেছে, বিমান হামলার কারণে নিহতদের লাশ টুকরো টুকরো হয়ে গেছে। আহতদের গাজ্জা শহরের ইন্দোনেশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ জানিয়েছেন, স্কুলের দেয়াল রক্তের দাগে ভরে গেছে।

তিনি বলেন, ‘হামলার সময় মানুষজন ঘুমাচ্ছিল’। উল্লেখ্য; শুক্রবার এই হামলার একদিন আগেই জাতিসংঘ-পরিচালিত আরও ৪টি স্কুলে ইসরায়েল বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছিল গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : প্যালেস্টাইন ক্রনিকল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img