গত সপ্তাহে গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। এ অভিযান শুরুর পর থেকে মোট ২৫ জন ইসরাইলি বাহিনীর সদস্য নিহত ও ২৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ নভেম্বর) এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।
বিবৃতিতে, দেশটির ‘ইউনিট ৬৬৯’ (যুদ্ধ অনুসন্ধান ও উদ্ধার ইউনিট) এর একটি উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজ পোস্ট করে বলা হয়েছে, “গাজ্জা উপত্যাকায় যুদ্ধ শুরুর পর থেকে অন্যান্য ইউনিটের সঙ্গে এই ইউনিটটি অবিরাম অগ্নিকাণ্ডের মধ্যেই ইসরাইলি সৈন্যদের উদ্ধার ও তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “এখন পর্যন্ত আকাশ ও স্থলপথে সর্বমোট ১৫০ টি উদ্ধার অভিযান পরিচালনা করেছে ইউনিটটি। আহত ২৬০ জন সৈন্যকে হাসপাতালে নেওয়া হয়েছে।”
সূত্র: মিডল ইস্ট মনিটর